কুড়িগ্রামের হাসপাতালে হঠাৎ কম্বল নিয়ে হাজির ইউএনও
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারীর হাসপাতালে রোগীদের কাছে হঠাৎ শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছেন ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
কুড়িগ্রামের চিলমারীর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউএনও সবুজ কুমার বসাক।
গতকাল রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও পরিচ্ছন্নকর্মীদের মাঝে ৪২টি কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপজেলা স্থানীয় সরকার বিভাগ (এলজিইডির) প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লাকী খাতুন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মতিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতালে ভর্তি রোগীরা জানান, এই কম্বল পেয়ে তাদের উপকার হয়েছে।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মতিন সরকার বলেন, আমার চাকরি জীবনে ১০ বছরে রোগীদের মাঝে এভাবে কম্বল বিতরণ করতে দেখিনি। এই প্রথম শীতবস্ত্র বিতরণ করতে দেখলাম ইউএনও স্যারকে। এটি সত্যিই খুব প্রশংসনীয়। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, হাসপাতালে এসে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিয়েছি এবং কম্বল দেওয়া হয়েছে। এই অঞ্চলের হতদরিদ্র, শ্রমজীবী মানুষের পাশে থেকে প্রশাসন কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫