|
প্রিন্টের সময়কালঃ ১২ নভেম্বর ২০২৫ ০১:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৭:৪০ অপরাহ্ণ

রাজধানীতে আবারও বাসে আগুনের ঘটনা


রাজধানীতে আবারও বাসে আগুনের ঘটনা


রাজধানীর সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
 

এর আগের দিন সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় আরও তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এসব ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার সকালে দুটি এবং সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে প্রথম আগুন লাগানো হয়। এরপর রাত ২টার কিছু পর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে এবং ভোর ৪টার দিকে উত্তরার জনপথ মোড়ে তৃতীয় বাসটিতে আগুন দেওয়া হয়।
 

তিনি আরও বলেন, সবগুলো বাস পার্কিং অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫