বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা: ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধা প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার নেতাদের ওপর হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার হন সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপন।
গত সোমবার, সংগঠনটির জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে এবং অভিযুক্ত সুমন, কিরণ ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শহরের পৌর পার্কের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া, হামলার সময় সদর থানার ওসিসহ পুলিশের নীরব ভূমিকায় প্রতিবাদ জানিয়ে তাদের শাস্তির দাবি করা হয়।
এ হামলা সংঘটিত হয় সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে, মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলায়। দুর্বৃত্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গাইবান্ধা জেলা শাখার নেতারা আহত হন এবং তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান ও সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫