চারঘাট ভায়ালক্ষীপুর রাস্তার বেহাল অবস্থা জনদুর্ভোগ চরমে

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর বাঁকড়া ডাকরা রাস্তার বেহাল অবস্থা জনদুর্ভোগ চরমে পাকা করনের এক বছর যেতে না যেতেই খানা খন্দকে পরিণত হয়েছে রাস্তাগুলো দেখার কেউ নেই, সরেজমিনে গিয়ে দেখা যায়, চারঘাটের ডাকরা পাগল পাড়া মোড় থেকে বাঁকড়া খেরুর মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ অত্র এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় পুকুর খননকারীরা মাটি ভর্তি ড্রাম গাড়ি দিয়ে রাস্তা চলাচলের কারণে রাস্তার বেহাল দশা হয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই রাস্তাতে। প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এতে করে যান চলাচল করতে নানা সমস্যায় পড়ছে ডাকরা, বাকরা এলাকাবাসী।এ বিষয়ে ভায়ালক্ষীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান সরকার বলেন প্রায় দেড় বছর পূর্বে রাস্তাগুলো এল জি ই ডি পাকা করন করেন কিছুদিন যেতে না যেতেই পুকুর খনন কারিরা বড় ড্রাম গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় মাটি বহন করার কারণে আজ বড় বড় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বাঁকড়া গ্রামের রানা মোল্লা জানান এই রাস্তার দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে এখন একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তার গর্তে ফলে দূর্ভোগের শেষ নেই, পথচারী ও গাড়ি চালকদের। ডাকরা থেকে বাঁকড়া পর্যন্ত কিছুদিন পূর্বে এলজিইডি পাকা করুন করেন এখন সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না ডাকরা থেকে মলিগ্রাম এই প্রধান সড়কটি সংস্কারের না করার জন্য হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। তবে বাঁকড়া থেকে খেড়ুর মোড় রাস্তাটি একেবারেই ভেঙ্গে পড়েছে বলে জানান এলাকাবাসী। বাঁকড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল মালেক জানান ডাকরা থেকে খেরুর মোড় পর্যন্ত সড়কটির অবস্থা খুব ভয়াবহ তিনি অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানান। এ ব্যাপারে চারঘাট উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার রতন কুমার ফৌজদার বলেন পুকুর খননকারীরা বড় বড় ড্রাম গাড়ি বহন করার কারণে রাস্তাটি ভেঙ্গে পড়েছে তবে অতি শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে বলে প্রতিবেদক জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫