মহাখালীতে শিক্ষার্থীদের অবরোধ, আলোচনায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
ঢাকা প্রেস নিউজ
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (কলেজ-১ অধিশাখা) মো. নুরুজ্জামান।
এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা, যার ফলে মহাখালী রেলগেটে দুটি ট্রেন আটকা পড়ে এবং ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থী আলী আহাম্মেদ মাইকে ঘোষণা দেন, "প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না। আমাদের একটাই দাবি—বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি।"
তিনি আরও বলেন, "আমরা সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখিত, তবে রাষ্ট্র আমাদের এই অবস্থানে আসতে বাধ্য করেছে।"
টানা পাঁচ দিনের সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা এবার মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নিয়েছেন, তাদের দাবি একটাই—তিতুমীর কলেজকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫