(২৫ আগস্ট) রোববার থেকে নিয়মিত চলবে মেট্রোরেল

চালুর তারিখ: আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল নিয়মিতভাবে চলবে।
পরীক্ষামূলক চালানো: বৃহস্পতিবার ও শুক্রবার সফলভাবে পরীক্ষামূলক চালানো হয়েছে।
কারিগরি সমস্যা: কিছু কারিগরি ইস্যু সমাধানের কাজ চলছে।
ক্ষতি ও মেরামত: ১৮ জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন আপাতত বন্ধ থাকবে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫