|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০১:৫৯ অপরাহ্ণ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান শুরু


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান শুরু


পবিত্র রমজান উপলক্ষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ থেকে বিশেষ অভিযান শুরু করেছে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিবি জানিয়েছে, যদি কেউ তাদের পরিচয়ে কাউকে তুলে নেওয়ার চেষ্টা করে বা বাসায় তল্লাশি চালায়, তবে দ্রুত সংস্থাটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
 

শনিবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান।
 

অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা

ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে সাধারণ মানুষের চলাচল বাড়ে, বিশেষ করে মার্কেট, শপিং মল, বাস টার্মিনাল ও ঢাকার প্রবেশদ্বারগুলোতে। এ সময় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে ডিবির সদস্যরা ছদ্মবেশে দায়িত্ব পালন করবেন।
 

তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে ডিবির বিশেষ অভিযান শুরু হয়েছে। এর আওতায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত ত্বরান্বিত করা হবে এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হবে।
 

সাধারণ মানুষের আস্থা ও অপরাধীদের আতঙ্ক

ঢাকা মহানগরসহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, "ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে।"
 

গোয়েন্দা তথ্য অনুযায়ী, অপরাধীদের একটি বড় অংশের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। কিছু অসাধু চক্র কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানা গেছে।
 

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ এবং ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫