‘ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য উপেক্ষা করা সম্ভব নয়, সীমান্তে হামলার চেষ্টা হতে পারে’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের ওপর সীমান্ত দিয়ে আবারও হামলার সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “পাকিস্তান ভারতের ওপর কোনোভাবেই ভরসা করতে পারে না।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে লাইভে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। খাজা আসিফ উল্লেখ করেন, আফগানিস্তান এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে এবং ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যও উপেক্ষা করা যায় না। তার মতে, ভারত সীমান্তে পুনরায় হামলার চেষ্টা করতে পারে।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ভারত চায় না পাকিস্তান ও আফগানিস্তান তাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করুক। তিনি পাকিস্তানে আফগান সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশে ভারতের ভূমিকার কথা উল্লেখ করেছেন।
খাজা আসিফ বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও চীনসহ অন্যান্য রাষ্ট্র পাকিস্তানে সীমান্ত–অতিক্রমী হামলার অবসান দেখতে চায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫