|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৮ অপরাহ্ণ

জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা


জার্মানির ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

জার্মানির মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটে এক ব্যক্তি দ্রুত গাড়ি চালিয়ে ভিড়ে ঢুকে পড়ে। এই ঘটনায় অন্তত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনহাল্ট-সাক্সনি রাজ্য সরকার।
 

ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগডেবুর্গ শহরটি বার্লিনের পশ্চিমে অবস্থিত এবং এটি সাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী। শহরটির জনসংখ্যা প্রায় দুই লাখ ৪০ হাজার। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতের এই ঘটনার সময় ক্রিসমাস মার্কেটের ভিড়ে গাড়িটি প্রবেশ করে।
 

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী রাইনার হাজেলহফ জানান, গাড়ির আঘাতে দুইজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
 

হাজেলহফ আরও জানান, পুলিশ ইতিমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে এবং মাগডেবুর্গের পুলিশ পরবর্তীতে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে। ধারণা করা হচ্ছে, সৌদি নাগরিক একাই এই হামলা চালিয়েছেন।
 

প্রধানমন্ত্রী আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন ডাক্তার, যিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন। তিনি ভাড়া করা গাড়ি নিয়ে এই হামলা চালিয়েছিলেন। ঘটনার পর ক্রিসমাস মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়।
 

উল্লেখ্য, ২০১৬ সালে বার্লিনের ক্রিসমাস মার্কেটেও একই ধরনের গাড়ি হামলা হয়েছিল, যেখানে এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৭০ জনেরও বেশি মানুষকে আহত করেছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫