সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার দেখানো
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। ওই অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার অভিযোগপত্রে নাম থাকা অপর দুই ব্যক্তি হলেন মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
এর আগে, অভিযোগ দাখিলের কয়েক ঘণ্টা আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫