|
প্রিন্টের সময়কালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০১:৩০ অপরাহ্ণ

বিশ্ব মানবাধিকার দিবসে নারায়ণগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের শোভাযাত্রা ও আলোচনা সভা


বিশ্ব মানবাধিকার দিবসে নারায়ণগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের শোভাযাত্রা ও আলোচনা সভা


জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু। সাধারণ সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
 

হিউম্যান এইড জানায়, এবার ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস ‘জনবান্ধব রাজনীতির দাবি’কে কেন্দ্র করে উদযাপন করা হচ্ছে। সংগঠনটি এ সময় মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক এজেন্ডা নয়, বরং প্রকৃত মানবাধিকারকর্মী তৈরির আহ্বান জানায়। পাশাপাশি পথশিশু ও অসহায় মানুষের অধিকার, চিকিৎসা জটিলতায় মৃত্যুর হার কমানো, ধর্ষণের মামলা বিশেষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভেজাল ওষুধ প্রতিরোধ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।
 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ এম. এ. করিম, পঞ্চাশোর্ধ কফি হাউজের সভাপতি মো. শাহ আলম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সনিয়া দেওয়ান প্রীতি, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি ও কবি কাজী আনিসুল হক হীরা, ডেইলি নারায়ণগঞ্জের সম্পাদক ও প্রকাশক মনির হোসেন এবং এনএন টিভির জেলা প্রতিনিধি শাহজাহান।
 

এ ছাড়া হিউম্যান এইড নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কমল চন্দ্র মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. বশির সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষ এমন একটি বিচারব্যবস্থা পাওয়ার অধিকার রাখে যেখানে মানবাধিকার সর্বোচ্চ মর্যাদায় রক্ষা করে বিচারকার্য পরিচালনা করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫