|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ অক্টোবর ২০২৪ ০৯:২৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার


মৌলভীবাজারের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার


ঢাকা প্রেস
মৌলভীবাজার প্রতিনিধি:-


 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদ মারা গেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার রাধানগরের বালিশিরা রিসোর্টের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একই মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন। বুধবার এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অবস্থান করেন।
 

সকাল সাড়ে ৮টার দিকে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে রুমে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবারও শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল তার।
 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রাতের কোনো একসময় মারা গেছেন। ঢাকা থেকে স্বজনরা মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সালাহ উদ্দিন মাহমুদের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫