রাবি খোলা থাকবে, জরুরি সভায় হলের ঝুঁকি নিরূপণের সিদ্ধান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি মূল্যায়নের জন্য রোববার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাসিক হলের ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে হলসমূহ পর্যায়ক্রমে খালি করার প্রক্রিয়া পরিচালনা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রারের দায়িত্বে নিয়োজিত প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং হল প্রাধ্যক্ষ, রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
সভায় আলোচিত হয়, ভূমিকম্পের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে সংশ্লিষ্ট কারিগরি কমিটির সরেজমিন পরিদর্শন এবং ঝুঁকি নিরূপণের জন্য সীমিত সময়ের জন্য হল খালি রাখা ও অনলাইনে ক্লাস পরিচালনার প্রস্তাব।
রাকসু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীরা সেশনজট এড়াতে চায়, তাই তারা বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নয়। তারা ক্লাস ও পরীক্ষা নিরবচ্ছিন্ন রাখার পক্ষে মত প্রকাশ করেন এবং প্রশাসনকে সরেজমিন পরিদর্শন ও ঝুঁকি নিরূপণে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ভবিষ্যতেও প্রশাসন ধাপে ধাপে একাডেমিক ভবন ও অন্যান্য ভবনে সংশ্লিষ্ট কমিটি দ্বারা পরিদর্শন করবে। রাবির আবাসিক হলসমূহ খোলা থাকবে এবং ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫