তরুণীকে গুলি করে হত্যা: রিভলবারসহ প্রেমিক গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কাছে শাহিদা আক্তার (২২) নামের এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় ডিবি পুলিশ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৩) রিভলবারসহ গ্রেপ্তার করেছে।
রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ভোলার ইলশা থেকে তাকে আটক করা হয়। এরপর সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়।
তৌহিদ ঢাকার ওয়ারীর ২২ নম্বর বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহ ও ময়না বেগমের ছেলে। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. ইশতিয়াক রাসেল জানান, তৌহিদ সদরঘাট থেকে লঞ্চে করে ভোলার মনপুরা দ্বীপে পালানোর চেষ্টা করছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধারের প্রচেষ্টা চলছে।
গত শনিবার (৩০ নভেম্বর) সকালে শ্রীনগরের দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই শাহিদার মা জরিনা খাতুন শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি রাজধানীর ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫