|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০২:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক


রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক


ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-
 

রাঙামাটির বরকল উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোটে করে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সুরেশ চাকমা (৩৯) এবং অরং খান চাকমা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, স্পিডবোটে ছয়জন যাত্রী নিয়ে রাঙামাটি আসার পথে বরকলের বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, “বরকল বিজিবি চেকপোস্টে দুই ভারতীয় নাগরিক আটকের খবর আমরা পেয়েছি। বিজিবি তাদের প্রক্রিয়া শেষে আমাদের কাছে হস্তান্তর করবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫