|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ

চারঘাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেফতার


চারঘাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেফতার


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-



রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া বিএম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইয়াসিন (৫০) একটি সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন। রবিবার, ২১শে সেপ্টেম্বর, চারঘাট থানার এস.আই. তপন তাকে পান্নাপাড়া থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।

 

ঘটনাটি ঘটে গত ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টায়। ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের মতো পান্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ইয়াসিন তাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে সে পালিয়ে যায়।
 

পরে শিশুটি তার বাবা-মাকে পুরো ঘটনা জানালে তারা তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন। প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে এই ঘটনা সম্পর্কে জানান। এরপর শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করে।
 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইয়াসিনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫