|
প্রিন্টের সময়কালঃ ১৪ মে ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০৩:২১ অপরাহ্ণ

শিক্ষকের ন্যক্কারজনক কাজের শাস্তি: যাবজ্জীবন কারাদণ্ড


শিক্ষকের ন্যক্কারজনক কাজের শাস্তি: যাবজ্জীবন কারাদণ্ড


ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-
 

নাটোরে এক শিক্ষকের ন্যক্কারজনক কাজের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছিলেন হযরত আলী নামে ওই শিক্ষক।
 

সোমবার (১৮ নভেম্বর), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মাদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন।

 

নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের বাসিন্দা হযরত আলী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। তিনি তার বাড়িতে ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। ২০১৮ সালের ৮ জুলাই, অন্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে ওই মেয়েটিকে প্রশ্নপত্র দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ভীত সন্ত্রস্ত মেয়েটি ঘটনাটি কাউকে বলতে সাহস পায়নি।
 

পরে মেয়েটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘদিনের বিচারের পর অবশেষে হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫