সাবেক এমপির ছেলের শ্বশুরবাড়িতে কোটি টাকা, দামি গাড়ি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার: গ্রেপ্তার তিন

ঢাকা প্রেস নিউজ
রাজধানীর উত্তরায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বিপুল পরিমাণ অর্থ, দামি গাড়ি এবং বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছে তিন ব্যক্তি।
গত রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ দল স্থানীয় সাক্ষীসহ ওই বাড়িতে প্রবেশ করে। পরদিন সোমবার (২৩ সেপ্টেম্বর), ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
অভিযানে উদ্ধার হয় নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার বেশি, বিভিন্ন দেশের মুদ্রা, দুটি বিলাসবহুল গাড়ি এবং তিনটি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট। জ্যাকেটগুলোতে ‘POLICE’ লেখা ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, এই সম্পদগুলো সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের।
পুলিশের ধারণা, উদ্ধারকৃত বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক এমপি এবং তার ছেলেসহ গ্রেপ্তার ব্যক্তিরা ব্যবহার করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫