গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের কাপাসিয়ায় শনিবার (১৭ আগস্ট) এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তরগাঁও গ্রামের ওই গৃহবধূ জামাল উদ্দিনের প্রতিবেশী। জামাল উদ্দিন প্রায়ই বিভিন্ন অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে বিভিন্ন ধরনের অশালীন প্রস্তাব দিতেন এবং শারীরিকভাবে হয়রান করতেন। শনিবার দুপুরে তিনি আবারও গৃহবধূর বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে জামাল উদ্দিনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫