|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৩:৫৭ অপরাহ্ণ

ধানমন্ডিতে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ


ধানমন্ডিতে আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

ঢাকার ধানমন্ডিতে ফের মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন সমকালকে জানান, বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। প্রায় পৌনে ১২টার দিকে তারা সিটি কলেজের কাছাকাছি গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং শুরু হয় সংঘর্ষ।
 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে। মঙ্গলবার সকালে প্রতিশোধ হিসেবে সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনার জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
 

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ উভয় পক্ষের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দেয়। ওসি মোহসীন উদ্দীন আরও জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে তারা খবর পেয়েছেন এবং পরিস্থিতি যাতে আর না ঘোলাটে হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫