র্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
আজ সোমবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের কাঠামোগত ও কার্যকরী উন্নয়নের জন্য পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে এবং এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক বলে উল্লেখ করেন তিনি।
সভায় গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগেই বেতন ও ভাতা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫