|
প্রিন্টের সময়কালঃ ০৫ এপ্রিল ২০২৫ ০৫:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ণ

বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন


বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বর্তমানে মস্কোয় অবস্থান করছেন, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 

রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির তথ্য অনুযায়ী, বাশার আল আসাদ তার পরিবারসহ মস্কোয় পৌঁছেছেন, এবং রাশিয়া তাদের মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
 

এর আগে, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানেই রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মাধ্যমে সমাপ্তি ঘটে ২০ বছরের বেশি সময় ধরে তার শাসনযাত্রার। তার পূর্বসূরি বাবা হাফিজ আল আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন, এবং তার মৃত্যুর পর বাশার ক্ষমতায় আসেন। শুরুতে কিছু সংস্কার প্রচেষ্টা থাকলেও পরে তিনি বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের প্রতি ব্যাপক নিপীড়নের অভিযোগ রয়েছে। ২০১১ সালে 'আরব বসন্ত' আন্দোলনের সময় বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা পরে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়।
 

এদিকে, ২৭ নভেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো, ইদলিব, হামাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে পদচারণা শুরু করে। শেষ পর্যন্ত বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে, বাশারের বাহিনী রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়। এর মাধ্যমে ৬১ বছরের বাথ পার্টির শাসন ও ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫