|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৬:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০৫:৫২ অপরাহ্ণ

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪০৬


ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪০৬


অনলাইন ডেস্ক:-

 

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই বন্দর এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
 

ইরানের শুল্ক কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশটির বন্দর ও সমুদ্র সংস্থার অধীনস্থ। এটি ইরানের অন্যতম আধুনিক সামুদ্রিক বন্দর, যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। উল্লেখ্য, এই প্রণালী দিয়ে বিশ্বে উৎপাদিত মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবহন হয়ে থাকে।
 

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসের উপকণ্ঠে অবস্থিত শহীদ রাজি বন্দরে বিস্ফোরণটি ঘটে। এই বন্দর ইরানের অন্যতম প্রধান কনটেইনার শিপমেন্ট কেন্দ্র, যেখানে প্রতিবছর প্রায় ৮ কোটি টন (৭২.৫ মিলিয়ন মেট্রিক টন) পণ্য সামগ্রী পরিবহন করা হয়।
 

হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের স্থান থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। অন্য ভিডিওগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন ও গাড়িগুলোর দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণের পর অনেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫