মানিকছড়িতে দুই টেকনিশিয়ানকে অপহরণ

মোহাম্মদ করিম,খাগড়াছড়ি:-
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় দূর্বৃত্ত কর্তৃক ক্ষতিগ্রস্ত রবি টাওয়ার সংস্কারে গেলে মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫) নামের দুই টেকনিশিয়ানকে অপহরণ করেছে দূর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এঘটনা ঘটে। তবে অপহৃতদের ঠিকানা বিকেল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। (টাওয়ার কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানা যায়)
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, 'বিষয়টি অবগত আছি, তবে এ ঘটনায় কোন অভিযোগ করেনি কেউ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ'।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫