|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম পুকুরের কিনারায় ডিম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু


বড়াইগ্রাম পুকুরের কিনারায় ডিম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু


ঢাকা প্রেস
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-


পুকুরের কিনারায় হাঁসের ডিম কুড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক ছেলেশিশু। নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের তিরাইল খামারপাড়া এলাকায় সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আরিয়ান সরদার। সে ওই এলাকার কৃষক আলম সরদারের ছেলে।


 



শিশুটির মা নাসরিন বেগম জানান, রোববার বিকেলে সে ছেলেকে নিয়ে বাড়ির পাশে পুকুর থেকে নিজেদের পালিত হাঁস আনতে যায়। ওই সময় পুকুরের কিনারায় একটি ডিম পাওয়া গেলে এতে সে দারুণ খুশী হয়। সোমবার দুপুরে ডিম পাবে এমন আশায় সকলের অজান্তে পুকুরের কিনারায় গেলে সে পা পিছলে পানিতে পড়ে যায় এবং কাঁদায় উঠতে না পেরে ডুবে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমেদ পানিতে ডুবে আরিয়ান নামে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫