|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষ আইন তৈরি হবে: প্রেস সচিব


পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষ আইন তৈরি হবে: প্রেস সচিব


গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে শিগগিরই একটি বিশেষ আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

আজ সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
 

এর আগে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫