ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ।
রোববার (৩০ জুলাই) যাত্রাবাড়ী মোড় থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এরপরে যাত্রাবাড়ী পার্ক শান্তি সমাবেশ করে যুবলীগের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে সংগঠনটি দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাতের পরিচালনায় শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন হেলাল।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহীর সদস্য এ বি এম আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরিফ পলাশ।
এছাড়া বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অংশ নেয় দক্ষিণ যুবলীগের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫