|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৬:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০১:৩৪ অপরাহ্ণ

শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে লুটপাট


শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে লুটপাট


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে একটি নৃশংস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর পুত্র ও পুত্রবধূকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে নগদ ৭ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
 

ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) ভোরে, ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায়।
 

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেজাউল করিম মালা জানান, ভোরের দিকে তার দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত রুমে প্রবেশ করে। এই সময়ে বাইরে আরও কিছু ডাকাত সদস্য ছিল। মুখোশধারী ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে ঢুকে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে হাত-পা বেঁধে ফেললে, পরে মারধর করে নাসরিনের শরীরে থাকা স্বর্ণালংকার এবং আলমারি থেকে অন্যান্য স্বর্ণালংকার লুটে নেয়। তাছাড়া, ডাকাতরা ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে।
 

এ বিষয়ে এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ কিছু আলামত উদ্ধার করেছে এবং ডাকাতদের শনাক্তের জন্য তৎপরতা চালাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫