শ্রীলংকা দলে পাথিরানা ও মাদুশাঙ্কার ইনজুরিতে ডাক পেলেন মোহাম্মদ সিরাজ ও ইশান মালিঙ্গা

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগেই ইনজুরি জেঁকে বসেছে শ্রীলঙ্কা শিবিরে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না দুই পেসার মাথিশা পাথিরানা এবং দিলশান মাদুশাঙ্কার।
পাথিরানার বদলি হিসেবে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ।
এছাড়াও দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইশান মালিঙ্গা।
আগামীকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সেই ম্যাচে পাথিরানা ও মাদুশাঙ্কা দুজনের একাদশে থাকার কথা ছিল। দুজনের বাদ পড়াটা শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
এখন দেখার অপেক্ষা মোহাম্মদ সিরাজ ও ইশান মালিঙ্গা কেমন পারফর্ম করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫