পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের কমিটির নির্বাচন সম্পন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জুন ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৮৮ বার পঠিত
পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের কমিটির নির্বাচন সম্পন্ন

আবুল কালাম আজাদ (কুমিল্লা প্রতিনিধি):-

 

 

সভাপতি নির্বাচিত হলেন মোঃ ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সুমন।

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের ২০২৫ সালের কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ ইকবাল হোসাইন (প্রতীক: আনারস) ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান সুমন (প্রতীক: উড়োজাহাজ) পেয়েছেন ৪২৬ ভোট।

 

এই নির্বাচন অনুষ্ঠিত হয় পীর কাশিমপুর এন.আর. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। মোট ৮১০ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

 

২৬ সদস্য বিশিষ্ট এই কমিটির চারটি পদে সরাসরি ভোটগ্রহণ এবং বাকি পদগুলো নির্বাচনী বোর্ড কর্তৃক মনোনয়নের মাধ্যমে নির্ধারিত হয়। সহ-সাধারণ সম্পাদক পদে এম.এম. গোলাম হাক্কানী (প্রতীক: টেলিফোন) ৫৫৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে দেলোয়ার হোসেন (প্রতীক: টিয়াপাখি) ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

নির্বাচন পরিচালনা করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন, যার প্রধান কমিশনার ছিলেন মোঃ মিজানুর রহমান। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ, সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার ও সংগঠনের সদস্য সচিব সাঈদ শাহ।

 

ফলাফল ঘোষণার সময় সৈয়দ আবদুল কাইয়ুম খসরু বলেন, “পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত। এই সংগঠন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুব সমাজকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে ধর্মীয় বই পড়া ও খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করে গড়ে তুলতে হবে।”

 

নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।