মানবতাবিরোধী অপরাধ মামলা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জন উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ ও কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।
আসামিদের প্রিজনভ্যান থেকে একে একে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। এদিন ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে মামলার অগ্রগতির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাজির হওয়া ১৭ জন আসামি হলেন—
-
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
-
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
-
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
-
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী
-
সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
-
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
-
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
-
সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান
-
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন
-
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
-
সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক
-
সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম
-
সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম
-
সাবেক সংসদ সদস্য ফারুক খান
-
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান
-
সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
মামলার পরবর্তী কার্যক্রমে আজকের শুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫