রাশিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা তামান্না জেরিন বিমানবন্দরে গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ পালানোর চেষ্টাকালে তামান্না জেরিন নামে এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের অন্যতম মূলহোতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে আটক করা হয়।
তামান্না জেরিনের বিরুদ্ধে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে বাংলাদেশ থেকে রাশিয়ায় পাচার হওয়া ব্যক্তিদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো হতো।
মানবপাচারের শিকার হওয়া নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী চাকরির আশায় দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান। তারা জমি ও স্বর্ণালংকার বিক্রি করে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে রাশিয়ায় যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।
গত ২৬ জানুয়ারি যুদ্ধে প্রাণ হারান হুমায়ুন কবির, আর রহমত আলী দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের মাধ্যমে তারা রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাদের যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করা হয়। ২৩ জানুয়ারি ড্রোন হামলায় আহত হয়ে ২৬ জানুয়ারি মারা যান হুমায়ুন।
এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ায় এবং তদন্তের মাধ্যমে অবশেষে রাশিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫