সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা) আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের একান্ত সহকারী সচিব (এপিএস) ও মুরাদনগরের ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগান এলাকা থেকে ডিবির রমনা বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আব্দুল কাদের রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর ও বাংগরা এলাকায় জমি দখল, অবৈধ বালু উত্তোলন, মাদক ব্যবসা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণসহ সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল কাদের। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫