|
প্রিন্টের সময়কালঃ ০৯ জানুয়ারি ২০২৬ ০৫:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০৬:১৩ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও থানায় অবস্থান


সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও থানায় অবস্থান


মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:-


 

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে এলাকাবাসী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
 

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত–তারাকান্দি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা খুনিদের গ্রেপ্তারে পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।
 

মানববন্ধনে নিহত লিপি আক্তারের মা কল্পনা বেগম ও বাবা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।”
 

সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবি মোমেনা এবং এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলামসহ অনেকে। এ সময় নিহত লিপি আক্তারের শিশু সন্তানদের স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
 

থানায় অবস্থান কর্মসূচি চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের শনাক্তে কাজ চলছে এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
 

পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬