**আরাকান আর্মি অপহৃত ২০ বাংলাদেশি জেলেকে এখনও মুক্তি দেয়নি**

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে গত মঙ্গলবার (৫ নভেম্বর) মিয়ানমারের আরাকান আর্মি ২০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। দুই দিন অতিবাহিত হলেও এখনো তাদের মুক্তি পাওয়া যায়নি। তবে অপহৃত জেলেরা সুস্থ আছেন এবং তাদের সঙ্গে তাদের পরিবার মোবাইল ফোনে কথা বলেছে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সূত্র।
স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা মাছ ধরার সময় দুইটি ইঞ্জিনচালিত এবং ১৩টি ইঞ্জিনবিহীন নৌকা নিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এই ২০ জেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহাপরীরদ্বীপ এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানান, তারা দ্রুত জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একাধিকবার এই ধরনের অপহরণের ঘটনা ঘটলেও, এদিন আরাকান আর্মির গুলিতে এক জেলে নিহত হয়েছিলেন, যা জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, "সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলেরা বর্তমানে আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের মুক্তির জন্য বিজিবি কাজ করছে, তবে কবে এবং কিভাবে তাদের ফেরত আনা সম্ভব হবে, তা এখনও নিশ্চিত নয়।"
এছাড়া, অপহৃত জেলেদের পরিবার সদস্যরা আতঙ্কের মধ্যে আছেন, কারণ তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫