|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৪ ০২:৪৯ অপরাহ্ণ

নারীদের জন্য কোনটি সংরক্ষিত আসন, কোনটিই-বা অগ্রাধিকার আসন


নারীদের জন্য কোনটি সংরক্ষিত আসন, কোনটিই-বা অগ্রাধিকার আসন


সেদিন মেট্রোরেলে নারীদের জন্য সংরক্ষিত বগিতে উঠে পড়েছিলেন এক ভদ্রলোক। হয়তোবা ভুল করেই উঠেছিলেন। কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়ার পর তিনি বলে বসলেন, ‘পুরুষ বগিতে তাহলে নারীরা উঠছেন কেন?’ ভুলটা অনেকেই করেন। কিন্তু সত্য হচ্ছে, মেট্রোরেলে পুরুষদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষিত নেই। পাবলিক বাসেও ‘পুরুষ সিটে নারী কেন?’ অনেক পুরুষ যাত্রীদের এমন কথা বলতে শুনেছি। অনেক সময় চালকের সহকারীরা এই সংরক্ষিত আসনে বসার সুযোগ পেতে নারী যাত্রীদের সহযোগিতা করেন না। ‘সিট নাই আপা’ বলে উল্টো বাসে উঠতে বাধা দেন। তাঁদের এই নেতিবাচক আচরণে ইন্ধন জোগান বাসের চালক ও পুরুষ যাত্রীরাও। বাধার কারণে অনেক ক্ষেত্রেই ভিড়ের সময় অনেক নারী বাসে ওঠারই সুযোগ পান না, বসা তো দূরের কথা।


কাদের জন্য সংরক্ষিত আসন বা বগি


মেট্রো রেলের প্রথম বগিটি নারীদের জন্য সংরক্ষিত, সেই বগিতে ওঠার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন নারীরা মেট্রো রেলের প্রথম বগিটি নারীদের জন্য সংরক্ষিত, সেই বগিতে ওঠার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন নারীরাছবি: সাবিনা ইয়াসমিন বিষয়টি সবারই জেনে রাখা প্রয়োজন। পুরুষদের জন্য বাসে আলাদা কোনো আসন সংরক্ষিত নেই। মেট্রোরেলেও পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো বগি নেই। যেকোনো গণপরিবহনেই যে স্থান নারীদের জন্য সংরক্ষিত, সেখানে কেবল নারীরাই অবস্থান করতে পারবেন। পুরুষ যাত্রীর সেখানে থাকার অধিকার নেই। আর যে স্থান কারও জন্যই সংরক্ষিত নয়, সেই স্থানে নারী-পুরুষনির্বিশেষে যে-কেউই থাকতে পারেন। এ একেবারে সাদামাটা, সাধারণ একটি কথা।

 


অগ্রাধিকার আসনে কি বসা যাবে


মেট্রোরেলে অগ্রাধিকার আসন হিসেবেও কিছু আসনকে চিহ্নিত করা আছে। নারীদের জন্য নির্ধারিত বগিতেও এ রকম কিছু আলাদা আসন রয়েছে। এই আসন যাঁদের জন্য নির্ধারিত, তাঁরা যদি সেই মুহূর্তে ওই বগিতে ভ্রমণ না করেন, তাহলে ওই বগির যে-কেউ সেখানে বসতে পারেন। কিন্তু যাঁদের জন্য নির্ধারিত, তাঁরা উপস্থিত হলে অবশ্যই ওই আসনগুলো ছেড়ে দিতে হবে। কাদের জন্য নির্ধারিত এসব আলাদা আসন? চলুন, জেনে নেওয়া যাক।


কাদের জন্য অগ্রাধিকার আসন


মেট্রোরেলে অন্তঃসত্ত্বা, সন্তান কোলে নারী, বয়োবৃদ্ধ ব্যক্তি, পঙ্গু বা আহত ব্যক্তি এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের অবশ্যই অগ্রাধিকার আসনগুলো ছেড়ে দিতে হবে। অসুস্থ ব্যক্তিদেরও অগ্রাধিকার আসনে বসতে দেওয়া উচিত। অগ্রাধিকারের একটু ব্যাখ্যা দেওয়া যাক। একজন বয়োজ্যেষ্ঠ পুরুষ মেট্রোরেলে উঠেছেন। তিনি কিন্তু নারীদের জন্য সংরক্ষিত বগির অগ্রাধিকার আসনে বসতে পারবেন না। তিনি ওই বগিতে ভ্রমণই করতে পারবেন না। অন্য বগিগুলোর যেকোনোটির অগ্রাধিকার আসনেই তিনি অগ্রাধিকার ভিত্তিতে বসতে পারবেন। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ নারী মেট্রোরেলের যেকোনো বগিতেই অগ্রাধিকার আসনে বসতে পারবেন। মেট্রোস্টেশনে ওঠানামার জন্য লিফটও রয়েছে। মনে রাখবেন, লিফটও কিন্তু এই ধরনের ব্যক্তির জন্যই সংরক্ষিত। হুইলচেয়ারে থাকা ব্যক্তিকেও লিফটে যাওয়ার সুযোগ দিতে হবে। তা ছাড়া মেট্রোরেলের বগিতেও হুইলচেয়ারের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা আছে। হুইলচেয়ারে থাকা যেকোনো যাত্রীর জন্য ওই স্থানটুকু ছেড়ে দাঁড়াতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫