মার্শালকে পাচ্ছে না এফএ কাপের ফাইনালে ম্যানইউ

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনালে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড এন্থনি মার্শাল। রোববার (২৮ মে) প্রিমিয়ার লিগ মৌসুমে ফুলহ্যামের বিরুদ্ধে ইউনাইটেডের শেষ ম্যাচে বদলী হিসেবে খেলতে নেমে ইনজুরিতে পড়েন এই ফ্রেঞ্চম্যান।
এক বিবৃতিতে ইউনাইটেড মার্শালের এফএ কাপের ফাইনালে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, রোববার ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ে ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ফরাসি তারকা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে ২৭ বছর বয়সী মার্শালের পেশীতে টান পড়েছে। যে কারণে ওয়েম্বলির ফাইনালে তিনি দলে থাকতে পারছেন না।
এবারের মৌসুমে ইউনাইটেডের হয়ে সব মিলিয়ে ২৯ ম্যাচে ৯ গোল করেছেন মার্শাল। ইনজুরির কারণে প্রায়ই তিনি দলের বাইরে থাকতেন। ২১টি লিগ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে ওয়েম্বলিতে তার মূল দলেই খেলার কথা ছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫