|
প্রিন্টের সময়কালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০১:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ণ

সচিবালয়ে আগতদের হাতে কাপড়ের ব্যাগ দিচ্ছে মনিটরিং টিম


সচিবালয়ে আগতদের হাতে কাপড়ের ব্যাগ দিচ্ছে মনিটরিং টিম


একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধের বাস্তবায়ন নিশ্চিত করতে আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ সচিবালয়ে অভিযান পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সকাল নয়টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে শুরু হয় এ কার্যক্রম।
 

অভিযানে অংশ নেয় পরিবেশ মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে প্রবেশের সময় কারও হাতে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা হয় এবং বিকল্প হিসেবে দেওয়া হয় পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ। পাশাপাশি আগতদের সতর্ক করা হয় ভবিষ্যতে এমন প্লাস্টিক সামগ্রী নিয়ে সচিবালয়ে প্রবেশ না করতে।
 

সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে কেউ নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। মনিটরিং টিমের সদস্যরা আগতদের কাছে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক তুলে ধরছেন এবং বিকল্প হিসেবে টেকসই, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের আহ্বান জানাচ্ছেন।
 

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের এই উদ্যোগই কেবল শুরু। ধীরে ধীরে দেশের সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এতে প্লাস্টিক দূষণ হ্রাস পাবে, পরিবেশ সুরক্ষিত থাকবে এবং টেকসই জীবনধারার দিকে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫