|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৬:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৪ ০২:৪৪ অপরাহ্ণ

জনপ্রিয় চাইম ব্যান্ডের সংগীতশিল্পী খালিদ মারা গেছেন


জনপ্রিয় চাইম ব্যান্ডের সংগীতশিল্পী খালিদ মারা গেছেন


'সরলতার প্রতিমা', 'যতটা মেঘ হলে বৃষ্টি নামে', 'কোনো কারণেই ফেরানো গেল না তাকে', 'হয়নি যাবারও বেলা', 'যদি হিমালয় হয়ে দুঃখ আসে', 'তুমি নেই তাই'--এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এবং চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আর নেই।

 

গতকাল সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় হঠাৎ করেই তিনি মারা যান। তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খালিদ গান গাওয়া শুরু করেন গত শতকের আটের দশকের শুরুতে। পুরোপুরিভাবে শুরু হয় ৮৩ সালে 'চাইম' ব্যান্ডের সঙ্গে। তাকে বলা হতো নব্বইয়ের দশক বা তারপর পর্যন্ত মিক্স মাস্টার। দীর্ঘ সময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা।

 

অনেকদিন ধরে আড়ালে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। মাঝেমধ্যে খালিদ দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার। খালিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সংগীতপ্রেমীরা। তারা বলেছেন, খালিদের মৃত্যুতে বাংলা গানের জগতে এক अपूरणীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫