|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৯ অপরাহ্ণ

সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধের আদেশ


সাঈদ খোকনের ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধের আদেশ


ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।
 

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এছাড়া সাঈদ খোকনের নামে গুলশানে একটি ১৪ তলা বাড়ি এবং বনানীতে দুটি বাড়ি জব্দের আদেশও দিয়েছেন আদালত। তার মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে।
 

দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান এ আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তারা দুর্নীতি ও পদের অপব্যবহারের মাধ্যমে দেশ ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
 

এ পর্যায়ে অনুসন্ধানে জানা গেছে যে, সাঈদ খোকন, ফারহানা সাঈদ ও শাহানা হানিফের নামে সিটি ব্রোকারেজ লিমিটেডের তিনটি হিসাবের মাধ্যমে সিটি ব্যাংক পিএলসির পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে, যা জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি, সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫