ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় কমিশনারের বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহফিলে অংশ নিতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ থেকে, ধর্মীয় নিয়ম মেনে আজকের এই মাহফিলের আয়োজন। ময়মনসিংহবাসীর সাহচর্য পাওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছি। এ সময় উপদেষ্টা সবার মনস্কামনা যেন পূরণ হয়, এবং দেশে যেন শান্তি ফিরে আসে, সেই কামনা ব্যক্ত করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহর রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম, ময়মনসিংহ সিনিয়র জেলা ও দায়রা জজ জাকির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫