|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ণ

রাজউক এর নকশা বহির্ভূত বাড়িতে পোশাক কারখানা ঝুঁকিতে শ্রমিক


রাজউক এর নকশা বহির্ভূত বাড়িতে পোশাক কারখানা ঝুঁকিতে শ্রমিক


ঢাকা প্রেস
মোস্তাফিজুর রহমান,বিশেষ প্রতিনিধি:-


রাজধানী ডেমরা প্রতিবাদী ক্লাব গলিতে মৃধা ভবন মালিক ইন্তেখার আলম টোটুল নকশা ছাড়া ৮ তলা ভবন নির্মাণ করে তৈরি পোশাক কারখানা ভাড়া দেওয়ার অভিযোগে নোটিশ প্রদান করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নকশা বিহীন বাড়িতে জীবন ঝুঁকিতে রয়েছে পোশাকশ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা।


 



রাজধানী জুড়ে আগুনের ভয়াবহতা রোধে মাঠে কাজ করছেন রাজউকসহ ফায়ার সার্ভিস এর একটি ইউনিট। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অ্যাকশন নোটিশ পরে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও কোনো জবাব না দিয়ে সময় হরন করে আসছেন এ অসাধু ভবন মালিক ইন্তেখার আলম টোটুল। রাজধানীর শৃঙ্খলা ফেরাতে রাজউকের উচ্ছেদ অভিযান চলমান থাকলেও মৃধা গলিতে অভিযানের কোনো ছোঁয়া লাগেনি। এতে অসাধু ভবন মালিকরা অতিবেপরোয়া হয়ে উঠেছেন।

জানা গেছে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে মৃধা ভবন প্রতিবাদী ক্লাব গলি মাতুয়াইল মৌজার ডেমরা থানাধীন রাজউক (ক) স্মারকের মাধ্যমে নির্মাণাধীন ইমারতটি কেন ভেঙে অপরারনের নির্দেশ দেয়া হবেনা তৎমর্মে ইমারতের মালিক নির্মাণকারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশ পেয়েও ভবন মালিক জবাব না দিয়ে নির্মাণ কাজ অব্যহত রেখেছেন। যাহা ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর সংশোধনীসহ এর ৩ বি ধারার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও ওই ভবনে ৪০ ভাগ জমি ছেড়ে ভবন নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। সম্পূর্ন অনিয়ম অব্যবস্থাপনায় চলছে নির্মাণ কাজ।

স্থানীয় সূত্র বলছে , নোটিশের কার্যকারীতা গ্রহণে রাজউক একাধিক নোটিশ প্রদান করলেও অসাধু ভবন মালিক আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের ভবন মালিক ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কে বলেন , রাজউক একাধিক নোটিশ দিলেও আমলে না নিয়ে নিজের ইচ্ছেমত কাজ করায় এলাকাবাসী উদ্বিগ্ন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক একটি আস্থাশীল রাষ্টীয় প্রতিষ্ঠানকে শুরু থেকে অবজ্ঞা করে আসছেন। এ ভবন মালিকের তুঘলকি কান্ডে হতাশা প্রকাশ করে বলেন , নকশা ছাড়া বাড়ি আবার তৈরি পোশাক কারখান যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। দুর্ঘটনা ঘটলে শত শত শ্রমিকের প্রানহানি ঘটবে। এখন বন্ধ করা সময়ের দাবি। 

এসব বিষয় জানার জন্য ভবন মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫