|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৫ ০২:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০২:৫৭ অপরাহ্ণ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়ার তরুণের মর্মান্তিক মৃত্যু


কক্সবাজার সৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়ার তরুণের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক,ঢাকা প্রেস:-

 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন রাঙ্গুনিয়ার তরুণ আরাফাত হোসেন (২২)। মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে কক্সবাজারে গিয়েছিলেন তিনি।
 

বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে গিয়ে হঠাৎ স্রোতের টানে অনেক দূরে সরে যান আরাফাত। তখন তার বন্ধুরা তাকে ফিরে আসতে ডাকাডাকি করলে তিনি হাত নেড়ে ফিরে আসার ইঙ্গিত দিলেও আর ফেরেননি।
 

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সমুদ্র থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। বিচ কর্মী ও লাইফ গার্ডের সহায়তায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত আরাফাত রাঙ্গুনিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ কামালের ছেলে। চার ভাই-বোনের মধ্যে ছিলেন একমাত্র ছেলে। কৃষিকাজে যুক্ত আরাফাত ছিলেন একজন প্রবাসী পিতার সন্তান।
 

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরাফাত মৃগী রোগে আক্রান্ত ছিলেন, যা ডুবে মৃত্যুর একটি সম্ভাব্য কারণ হতে পারে।
 

আরাফাতের মামাতো ভাই মো. জীবন জানান, চার দিনের সফরে বারোজন বন্ধু একসাথে কক্সবাজারে গিয়েছিলেন তারা। গোসলের সময় আরাফাত এক পর্যায়ে দূরে চলে যান এবং হাত নেড়ে সংকেত দিলেও আর ফিরে আসেননি।
 

স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম জানান, তার সন্তানও আরাফাতের সঙ্গে একই সফরে ছিলেন। তিনি বলেন, “আরাফাত খুব ভদ্র ও নম্র স্বভাবের ছেলে ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
 

স্বজনরা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। আরাফাতকে নিজ গ্রামে দাফন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫