সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয়ে সেনাপ্রধান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন,হিংসা ও বিদ্বেষহীন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, “এদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান—সবার। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি এবং সেই পরিবেশ গড়ে তুলতেই কাজ করছি।”
আজ রবিবার সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেনারেল ওয়াকার বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রতিটি প্রান্তে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখতে যা কিছু প্রয়োজন, তা করতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকল মত ও মতভেদকে সম্মান করা হবে। গৌতম বুদ্ধের শান্তির বাণী আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। শৃঙ্খলা ও সম্মানবোধে গড়ে উঠুক আমাদের সমাজ।”
অনুষ্ঠানে সেনাপ্রধান উল্লেখ করেন, “বাংলাদেশ হাজার হাজার বছর ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আজকের অনুষ্ঠান সেই ঐতিহ্যেরই প্রতিফলন। ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর শুধু একটি স্থাপনা নয়, বরং এটি একটি জাতিগত ঐক্য ও শান্তির প্রতীক।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫