থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ, যুবক গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভেতরে ঢুকে এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, বাহাদুর হোসেন বাদল নিয়মিতভাবে গরু নিয়ে চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করতেন। এতে থানার ভেতরে লাগানো বিভিন্ন ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশ করতে নিষেধ করা হয়। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুরেও তিনি একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন।
এ সময় দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে থানায় প্রবেশে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে শরিফুল ইসলামের শরীরে আঘাত করেন এবং একপর্যায়ে মাথায় কোপ দেন। এতে কনস্টেবল শরিফুল গুরুতর আহত হন। পরে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে বাদলকে আটক করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম জানান, অভিযুক্ত বাদল দীর্ঘদিন ধরেই থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে আসছিলেন। বারবার নিষেধ করা হলেও তিনি তা মানেননি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল ফটক দিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে হামলা চালান। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬