|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০৭:৪০ অপরাহ্ণ

বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত


বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে: উপদেষ্টা সাখাওয়াত


ঢাকা প্রেস নিউজ

 

চলতি শীত মৌসুমে বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় এ কাজে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করবে।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
 

সাখাওয়াত হোসেন আরও বলেন, নদী তীরবর্তী অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে এবং স্থানীয় প্রশাসনকে নদী, খাল, বিল এবং জলাশয়গুলোর দূষণ ও অবৈধ দখল থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
 

তিনি বলেন, বাংলাদেশ নদীবিধৌত দেশ, এবং দেশের মানুষ সরাসরি ও পরোক্ষভাবে নদ-নদীর ওপর নির্ভরশীল। তবে দুঃখজনক হলেও সত্য যে, উন্নয়নের নামে অনেক নদী-খাল দখল হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, নদী রক্ষা করতে হলে এগুলোকে দূষণ ও অবৈধ দখল থেকে মুক্ত করতে হবে।
 

উপদেষ্টা আরও বলেন, নদী রক্ষা করার জন্য এখনই উপযুক্ত সময়। পরে যদি এ কাজ শুরু হয়, তাহলে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে।
 

সেমিনারের সভাপতিত্ব করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।
 

এ ছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞাসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সেমিনারে অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫