|
প্রিন্টের সময়কালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩২ অপরাহ্ণ

ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ


ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
 

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান।
 

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের রীতি, আর গণতন্ত্র মানে হলো বিজয়ী-পরাজিত সবাইকে সম্মান জানানো। নির্বাচনে কিছু ত্রুটি-ত্রাস ছিল, যেহেতু বহুদিন পর ভোট হয়েছে।”
 

তিনি আরও বলেন, “আমার মতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির此次 ডাকসু ভোটে অংশগ্রহণ করেনি। তাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন।”
 

সালাহউদ্দিন বলেন, “ডাকসু বা চাকসুর নির্বাচনের বিজয়ীরা কেউ কেউ পরবর্তীতে বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার কেউ এখনও সংগ্রামে রয়েছেন। এটাই শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সংযোগের বাস্তব চিত্র।”
 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও মন্তব্য করেন, “বড় রাজনৈতিক দল ছাড়া ডাকসু নির্বাচিতরা রাজনীতিতে কার্যকর হতে পারেননি। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনগুলোর অন্যতম মাধ্যম হয়েছে ছাত্র আন্দোলন এবং ছাত্র সংসদ।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫