রাখাইনে পাচারকালে ফের বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ, আটক ১১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-
বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের সময় ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত ১২টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি সন্দেহজনক কাঠের ইঞ্জিনচালিত বোটের গতিবিধি লক্ষ্য করে কোস্টগার্ড জাহাজ বিসিজিএস ‘মনসুর আলী’। ওই সময় বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় বোটটির উপস্থিতি সন্দেহজনক মনে হয়। জাহাজ থেকে থামার সংকেত দেওয়া হলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক ঘণ্টার ধাওয়া শেষে বোটটি আটক করা হয়।
পরে তল্লাশিতে বোটটি থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৭৪২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। আটক ১১ পাচারকারীসহ জব্দকৃত সার ও বোটটি টেকনাফ কাস্টমস ও টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। এর ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২ মে একইভাবে ৬৬ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারীকে আটক করেছিল কোস্টগার্ড।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫