|
প্রিন্টের সময়কালঃ ২৭ আগu ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৫ ০৯:৫২ অপরাহ্ণ

আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে ট্রলার ডুবি, ৭ জেলে উদ্ধার


আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে ট্রলার ডুবি, ৭ জেলে উদ্ধার


বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীর মোহনায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের বদরমোকামের “গরা” এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
 

উদ্ধার হওয়া জেলেরা হলেন— সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।
 

আবুল কালাম জানান, টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার মোহাম্মদ হাশেমের মালিকানাধীন ট্রলারটি গত শুক্রবার সকালে সাত মাঝি-মাল্লাসহ মাছ ধরতে সাগরে যায়। কয়েক লাখ টাকার মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এতে জেলেরা প্রাণে বাঁচলেও ট্রলারে থাকা মাছ, জালসহ মূল্যবান সামগ্রী ভেসে যায়।
 

ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, ট্রলারটি বর্তমানে পানির নিচে বালুতে আটকে আছে। ঢেউয়ের আঘাতে এটি ভেঙে যেতে পারে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “আরাকান আর্মির ধাওয়ায় ট্রলার ডুবির খবর পেয়েছি।”
 

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আরও একটি ট্রলারসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
 

শুধু গত ২০ দিনেই নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে রোববার ১৪ জেলে, শনিবার ১২ জেলে, ১২ আগস্ট ৫ জেলে এবং ৫ আগস্ট আরও ২ জেলে অপহৃত হয়।
 

গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আরাকান আর্মি মোট ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫