|
প্রিন্টের সময়কালঃ ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন যুবলীগের সাবেক নেতা মুকুল খন্দকার


গোপালগঞ্জে যুবদলে যোগ দিলেন যুবলীগের সাবেক নেতা মুকুল খন্দকার


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল খন্দকার আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগ দিয়েছেন। সোমবার রাতে ভাঙ্গারহাট বাজারে উপজেলা যুবদলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে যুবদলে যোগদান করেন।
 

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখ ফুলের মালা পরিয়ে তাকে দলে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান ফকিরসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

যুবদলে যোগ দিয়ে মুকুল খন্দকার বলেন, “দীর্ঘদিন আমি রাধাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত মূল্যবোধের সামঞ্জস্য না থাকায় যুবলীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সকল পদ–পদবি থেকে অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করছি এবং তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫